মা বলেন, ‘বিচার চাই না। মেয়ের লাশ দিলেই হলো।’ বাবা বলেন, বিচার নাই, বিচার কার কাছে চাইব?’ - Independent Human Rights Defender, Bangladesh

Latest

Independent Human Rights Defender, Bangladesh

Mission: We champion human dignity, justice, and equality. Civic Vision: protect rights, fight injustice, and promote people-centred democracy. Vision: We envision a world with equal access to quality education for every child. Our initiative, "One World, One Identity, One Curriculum," embodies this fair, united future. Protecting Minorities: We are campaigning for a robust protection system for minority communities in Bangladesh, guaranteeing their safety, security, and equal citizenship.

Friday, March 25, 2022

মা বলেন, ‘বিচার চাই না। মেয়ের লাশ দিলেই হলো।’ বাবা বলেন, বিচার নাই, বিচার কার কাছে চাইব?’


শোকে কাতর এই মা বলেন, ‘বিচার চাই না। শুধু মেয়ের লাশ আমাকে পৌঁছে দিলেই হলো।’ আর সামিয়ার বাবা মো. জামাল উদ্দিন বলেছেন, ‘কার শাস্তি চাইব? বিচার নাই, বিচার কার কাছে চাইব?’

রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন সামিয়া। অকৃতকার্য হওয়ায় আবার পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

সামিয়া আফনান জামাল
সামিয়া আফনান জামাল
ছবি: সংগৃহীত


গতকাল রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপু (৫৮)। একই ঘটনায় নিহত হন সড়কে যানজটে আটকা পড়ে রিকশায় বসে থাকা সামিয়া।

একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সামিয়ার বাবা জামাল উদ্দিন বলেন, ‘খিলগাঁওয়ের বান্ধবীর বাসা থেকে আমাদের বাসায় আসছিল সামিয়া। পরে ওর আম্মু বলল, “তোর মামা চট্টগ্রাম থেকে আসছে, বাসায় থাকার সমস্যা, আজকে তোর আসার দরকার নাই, বান্ধবীর বাসায় থাক।” পরে সামিয়া বান্ধবীর বাসায় ফিরে যাচ্ছিল, তখন এ ঘটনা ঘটে। তখন ওর বান্ধবী সঙ্গেই ছিল।’

জামাল উদ্দিন বলেন, তাঁর মেয়ের পিঠের বাঁ পাশে গুলি লেগেছে। তাঁকে একটা গুলি লাগার ছবি দেখানো হয়েছে।

জামাল উদ্দিন বলেন, ‘সন্তানের এ রকম মৃত্যু কোনো মা-বাবারই কাম্য নয়।’



Endless gratified thanks for reading / watching /listening

No comments:

Post a Comment

Please validate CAPTCHA