সিলেটে মণিপুরি সম্প্রদায়ের জমি দখলের চেষ্টা - Independent Human Rights Defender, Bangladesh

Latest

Monday, January 24, 2011

সিলেটে মণিপুরি সম্প্রদায়ের জমি দখলের চেষ্টা

সিলেটে মণিপুরি সম্প্রদায়ের জমি দখলের চেষ্টা

সিলেট অফিস   

২৪ জানুয়ারি, ২০১১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে



সিলেট নগরীর শিবগঞ্জের কিচেন মার্কেটের পাশে গতকাল রবিবার বিকেলে মণিপুরি নারী নেত্রীর ছয় কোটি টাকার জমি দখল করতে গিয়ে যুবলীগ-ছাত্রলীগের নেতারা হামলা চালিয়ে তিনজনকে আহত করেছে। এ সময় তারা ঘরের আসবাবপত্র তছনছ ও লুটপাট করেছে বলেও অভিযোগ করেছেন হামলার শিকার পরিবারের সদস্যরা। তাঁরা বলছেন, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর ও যুবলীগের জেলা শাখার সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, যুবলীগ নেতা রণজিত সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি পংকজ পুরকায়স্থসহ যুবলীগ ও ছাত্রলীগের অর্ধশতাধিক নেতা-কর্মী জমি দখল করতে এসে এ হামলা চালিয়েছে। আহত অজন্তা অমৃত সিংহকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত বাংলাদেশ মণিপুরি মহিলা সমিতির সভাপতি এস রীনা দেবী (৫০), রেনুকা দেবী (৮০) ও অভিরূপ কুমার সিংহকে (২৫) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহত অভিরূপ কুমার সিংহ। রীনা দেবীর ছেলে অভিরূপ কুমার সিংহ জানান, কিচেন মার্কেটের পাশে ৪৪ শতক জমি তাঁদের মৌরসি সম্পত্তি। দীর্ঘদিন ধরে একটি চক্র জমিটি দখলের পাঁয়তারা করে আসছে। এর আগেও অন্তত পাঁচবার জমিটি দখলের চেষ্টা করেছে যুবলীগের আজাদ-রণজিত গ্রুপের ক্যাডাররা।
Endless gratified thanks for reading / watching /listening

No comments:

Post a Comment

Please validate CAPTCHA