আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণের যোগ্যতা রাজনীতিবিদদের নেই - Independent Human Rights Defender, Bangladesh

Latest

Independent Human Rights Defender, Bangladesh

Mission: We champion human dignity, justice, and equality. Civic Vision: protect rights, fight injustice, and promote people-centred democracy. Vision: We envision a world with equal access to quality education for every child. Our initiative, "One World, One Identity, One Curriculum," embodies this fair, united future. Protecting Minorities: We are campaigning for a robust protection system for minority communities in Bangladesh, guaranteeing their safety, security, and equal citizenship.

Sunday, March 20, 2022

আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণের যোগ্যতা রাজনীতিবিদদের নেই

‘‘আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণের যোগ্যতা রাজনীতিবিদদের নেই''

এখন যারা বাংলাদেশে রাজনীতি করছেন, তাদের আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণের যোগ্যতা নেই বলে মনে করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার৷

    
DW Talkshow Khaled Muhiuddin Asks | 099

তবে রাজনীতিবিদ ও আমলারা মিলে দুর্বৃত্তায়ন করেছেন, এমন অভিযোগ মানতে নারাজ প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ৷

‘দুর্নীতি হচ্ছে' এমন অভিযোগ অস্বীকার না করলেও, সরকার কোনো দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে না বলে মনে করেন মো. আবুল কালাম আজাদ৷  ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়' ইউটিউব টকশোতে অতিথিদের এবারের আলোচনার বিষয় ছিল ‘সব কিছু আমলাদের দখলে যাবে'৷

অনুষ্ঠানের শুরুতেই খালেদ মুহিউদ্দীন অতিথিদের কাছে প্রশ্ন করেছিলেন, স্বাধীনতার পর থেকে এখন আমলারা সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন কিনা৷ অনেকে বলে থাকেন, নির্বাচন সুষ্ঠু না হওয়ায় আমলারা রাজনীতিবিদদের চেয়ে শক্তিশালী হয়ে উঠেছেন৷

অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার মনে করেন, রাজনীতি এবং আমলাতন্ত্র দুটোই এখন দুর্বৃত্তায়িত হয়েছে৷ তিনি বলেন, ‘‘রাজনীতি এখন সঠিক পথে নেই৷ ফলে রাজনীতি যদি দুর্বল হয়ে যায়, আমলাতন্ত্র সেখানে প্রভাব বিস্তার করতে অনেক সুযোগ পায়৷''

নির্বাচনে ভোট হয় না, এমন অভিযোগকে ‘সরল সমীকরণ' এবং ‘কেবল মিডিয়ার প্রচারণা' বলেও উল্লেখ করেন  প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব৷ তিনি বলেন, ‘‘নির্বাচনে ভোট হয়নি এমন কথা বলা হলেও সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাবেন না৷ এটা শুধুমাত্র মুখরোচক কথা৷ যদি তাই না হতো, তাহলে বিগত সময়ে দেশ-বিদেশের চাপ ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের চাপে বাংলাদেশ সরকারের অনেক খারাপ অবস্থানে থাকার কথা৷ কিন্তু তাহলে এখন বাংলাদেশ রোল মডেল হয়ে গেল কিভাবে?''

সম্প্রতি নতুন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে আগের নির্বাচনে ‘ভোটের বাক্স সেহরি খেয়েছে' মন্তব্য করে গণমাধ্যমে আলোচনায় আসেন মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার৷ নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা, এমন প্রশ্নের উত্তরে তিনি ভোট শুরুর আগেই সকাল সাড়ে সাতটায় ব্য়ালট ভরা বাক্স পাওয়া যাওয়ার তথ্য তুলে ধরেন৷

আলোচনায় বর্তমান সরকারের শাসনামলে অর্থনীতির নানা সূচকে বাংলাদেশের এগিয়ে যাওয়ার তথ্য ও পরিসংখ্যান তুলে ধরেন মো. আবুল কালাম আজাদ৷ জবাবে মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, উন্নয়ন ও গণতন্ত্র সাংঘর্ষিক অবস্থানে থাকতে পারে না বলে তিনি মনে করেন ৷ তিনি বলেন, ‘‘গণতান্ত্রিক ভাবমূর্তি বিসর্জন দিয়ে আমরা উন্নয়ন চাই না৷ আমরা যে মুক্তিযুদ্ধ করেছিলাম সেটা হচ্ছে ঐক্যবদ্ধ পাকিস্তানবাসীর সংখ্যাগরিষ্ঠ ভোটারদের মর্যাদা ভূলুণ্ঠিত হচ্ছিলো৷ সেই ভোটের মর্যাদা রক্ষা করার জন্য আমরা অস্ত্র ধরেছিলাম৷''

এডিকে/এআই


Endless gratified thanks for reading / watching /listening

No comments:

Post a Comment

Please validate CAPTCHA